রবিবার, অক্টোবর ৬, ২০২৪

হিন্দু সম্প্রদায়ের উৎসবে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা

ধর্ম যার উৎসব তার, সহযোগীতা সবার, এ স্লোগান সামনে রেখে আসন্ন হিন্দু উৎসবে শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল ১১ টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম যার উৎসব তার কিন্তু ভিন্ন ধর্মাবলম্বীদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সবার। সকলে আমরা ভাই হয়ে একে অপরের পাশে দাঁড়াবো। বিশেষকরে আসন্ন হিন্দু উৎসবে হিন্দুদের জান-মাল যাতে নিরাপদ থাকে সবাই সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ।

জাকারিয়া আহমেদ সা’দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের মুহাম্মাদ ইয়ামিন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের অনন্যা রহমান অর্পা, সৌরভ মাঝি, বিক্রমপুর আদর্শ কলেজের নূরুল আমিন, হাবিবুর রহমান, মুহাম্মাদ নাইম, ইউনানি মেডিকেল কলেজের শিহাব আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওবায়দুল্লাহ, মালখানগর কলেজের রুপম প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img