দক্ষিণ লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরাইলের পদাতিক সেনাদের মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার দক্ষিণ লেবাননের ওদাইসেহ গ্রামে ইসরাইলি বাহিনী প্রবেশের চেষ্টা করলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, সংঘর্ষের এক পর্যায়ে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে ইসরাইলি বাহিনী। ফলে খুব দ্রুতই পিছু হটতে বাধ্য হয়েছে তারা।
প্রসঙ্গত, মঙ্গলবার লেবাননে স্থল আক্রমণ শুরুর পর এটিই ইসরাইলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে প্রথম সংঘর্ষের ঘটনা।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননের বিভিন্ন জায়গায় বৃহত্তর পরিসরে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে লেবাননের ১ হাজার ৭৩ জন নিহত ও ২ হাজার ৯৫০ জন আহত হয়েছে।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি