আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি সম্পূর্ন হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেল জাতীয় প্রেসক্লাবে এ মানববন্ধন সম্পূর্ন হয়েছে।
মানববন্ধনে বক্তারা মাহমুদুর রহমানকে স্বৈরাচার পতনের মূল মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করে বর্তমান সরকার কর্তৃক তাকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান।
কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক শফিকুল ইসলাম সরকারকে লক্ষ্য করে বলেন, অনতিবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি না দিলে সারাদেশের ছাত্র জনতাকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি বলেন, নবগঠিত গুম কমিশন দীর্ঘ ১৫ বছর যাবত গুম হওয়া লোকদের লিস্ট করার জন্য মাত্র ১৫ দিন সময় বেঁধে দিয়ে জাতির সাথে তামাশা করেছে। গুম কমিশনের দৃষ্টি আকর্ষণ করে এই সময়কে ৬ মাস বর্ধিত করার জোরালো দাবি জানান।
তিনি আরও বলেন, বিষয়টি ভালোভাবে প্রচার-প্রচারণা না হওয়ায় গুম হওয়া অনেক পরিবার- গুম কমিশনের ব্যাপারে এখনো জানেই না। আবার অনেকে জানলেও মেয়াদ কম হওয়ায় লিস্ট জমা দিতে পারেনি।