ভারতের একজন পুরোহিত বিশ্বনবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কটূক্তি করায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থীরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তারা এ বিক্ষোভ করেন।
বিক্ষোভরত শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমাদের মা-বাবাকে আমরা যতটুকু ভালোবাসি, আমাদের নবীকে আমরা তার থেকেও বেশি ভালোবাসি। তার অপমান আমরা সহ্য করব না।
তারা বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের যতটুকু ভালোবাসেন, ততটুকু আর কেউ আমাদের ভালোবাসতেন না। কেয়ামতের দিন আমাদের মা-বাবারাও ‘ইয়া নফসি ইয়া নফসি’ বলবেন। শুধুমাত্র আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলবেন, ‘ইয়া উম্মাতি-ইয়া উম্মাতি’। আমরা সেই নবীর কোনো অপমান সহ্য করব না।