শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

নিষেধাজ্ঞা সত্ত্বেও আফগান ইমারাত সরকারের রাষ্ট্রদূত গ্রহণ করেছে ১১টি দেশ

বৈশ্বিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তিতে আফগানিস্তানের ইমারাতে ইসলামিয়া সরকারের রাষ্ট্রদূতদের গ্রহণ করেছে ১১টি দেশ।

সম্প্রতি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিগত বর্ষে ডজন খানেক কূটনীতিক উপস্থাপন করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। যাদের গ্রহণ করে নিয়েছে মালয়েশিয়া, তুরস্ক, পাকিস্তান, ইরান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, রাশিয়া, চীন, কাতার ও আরব আমিরাত।

সরকারের সাথে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্কের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চীন, রাশিয়া, তুরস্ক, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আরব আমিরাত, কাতার, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এদেশে সফর করেন।

এছাড়া ৯৭ হাজার ৫৫৬ জনকে পাসপোর্ট প্রদান করা হয়। নবায়ন করা হয় ৪ লক্ষ ২৬ হাজার ১৪১টি পাসপোর্ট। গৃহীত হয় ৪১ হাজার ৯৫৯ জন বিদেশি নাগরিকের আফগান ভিসার আবেদন।

সূত্র: আরটিএ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img