শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

জামিয়া হাটহাজারি পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা

আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় জামিয়ায় আগমন করে ধর্ম উপদেষ্টার গাড়ির বহর। এ সময় তাঁকে অভ্যর্থনা জানান জামিয়ার শায়খুল হাদীছ ও মুশীরে মুহতামীম মাওলানা শেখ আহমাদ।

ধর্ম উপদেষ্টার আগমন উপলক্ষে জামিয়া হাটহাজারির দারুল হাদীছে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদরাসা উম্মুল মাদারিস ও আজহারুল বাংলা হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম। এ মাদরাসার সঙ্গে আমার কলব-কলিজার সম্পর্ক। আমি শায়খুল ইসলাম আল্লামা আহমাদ শফী র. এর হাতে বাইয়াত নিয়েছিলাম। আল্লামা জুনায়েদ বাবুনগরী র. এর দু’আ পেয়েছি।

উপস্থিত হাজার হাজার শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনাদের কাঁধে তুলে নিতে হবে। অতএব আপনাদের দৃষ্টিভঙ্গি বড় করতে হবে। মসজিদ, মাদরাসা, খানকা পরিচালনার পাশাপাশি সংসদ আপনাদেরকেই চালাতে হবে। মন বড় করুন।

দাওরায়ে হাদীছের সনদ প্রসঙ্গে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, এ সনদের মাঠ পর্যায়ে কোনও কার্যকারিতা নেই। এ বিষয়ে আপনাদের দাবি জানাতে হবে। শিক্ষা মন্ত্রণালয় বরাবর আবেদন করতে হবে। এ বিষয়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া ও হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-কে ভূমিকা পালন করতে হবে।

জামিয়ার মুহতামীম মাওলানা খলীল আহমাদ কুরাইশীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামিয়ার উস্তায মাওলানা শোয়াইব আহমাদ জমিরী, মাওলানা দীদার আহমাদ কাসেমী, মুফতী কেফায়েতুল্লাহ, মুফতী জসিমুদ্দীন, ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img