বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলামের চাঁদপুর জেলা কমিটি গঠন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা সদরের মাদ্রাসা আলী ইবনে আবি তালিব মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
সম্মেলনে উপস্থিত ওলামায়ে কেরামের মতামতের ভিত্তিতে মাওলানা লিয়াকত হোসাইনকে সভাপতি,মুফতী মাহবুবুর রহমানকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মোহাম্মদ ইদ্রিসকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী, আরও উপস্থিত ছিলেন, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী,সাংগঠনিক সম্পাদক মুফতী বশিরুল্লাহ, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতী শামসুল ইসলাম জিলানী প্রমুখ।