শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

স্বৈরতন্ত্রের পতনে দেশ-জাতি মুক্তি পেয়েছে : ইয়াছিন হাবিব

নেজামে ইসলাম পার্টির সহকারী মহাসচিব ও কক্সবাজার জেলা নায়েবে আমীর এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিব বলেছেন, স্বৈরতন্ত্রের পতনে দেশ ও জাতি মুক্তি পেয়েছে।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) সন্ধ্যায় কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্ত হয়ে জেল গেইটে নেজামে ইসলাম পার্টির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এর আগে, স্বৈরতান্ত্রিক প্রতিহংসা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গত ৩১ জুলাই তিনি গ্রেপ্তার হোন। দীর্ঘ ২৩ দিন কারাবন্দিত্বের পর বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান। এসময় জেলা নেজামে ইসলাম পার্টির নেতৃবৃন্দ তাঁকে মুক্ত আলোয় স্বাগত জানিয়ে ফুল দিয়ে সংবর্ধিত করেন।

সংবর্ধনার জবাবে মাওলানা ইয়াছিন হাবিব মহান আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, মজলুমানের অশ্রুধারা ও শহীদানের তাজারক্তের স্রোতে আওয়ামী স্বৈরতন্ত্রের তখত-তাওস ভেসে গিয়েছে। এতে করে দেড় দশকেরও অধিক সময় পরে দেশ ও জাতি ভয়াবহ জুলুম-শোষণ থেকে মুক্তি পেয়েছে আলহামদুলিল্লাহ। এবার স্বৈরাচারমুক্ত প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে নতুন করে ঢেলে সাজাতে দেশপ্রেমিক নাগরিকদের সচেতনতাপূর্ণ অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তারপর তিনি ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে বীর শহীদানের রুহের মাগফিরাত কামনা করেন। সেই সাথে মজলুমানের এ বিজয়ে আত্মদানকারীদের শ্রদ্ধার সাথে স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করেন। তিনি সাধ্যমত নিজ নিজ অবস্থান থেকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা নায়েবে আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালীর নেতৃত্বে জেলগেটে সংবর্ধনা প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল্লাহ, অর্থ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী, জেলা শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পৌর আমীর মাওলানা খালেদ সাইফী, কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি মাওলানা শওকত ওসমান কুতুবী, জেলা প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, পৌর সাধারণ সম্পাদক মাওলানা ইউছুফ মক্কী, বাংলাদেশ ইসলামী যুবসমাজ কক্সবাজার জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব মাওলানা হাফেজ শওকত আলী, জেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ, যুবনেতা মাওলানা শহীদুল্লাহ, ইসলামী ছাত্রসমাজের জেলা সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ আরজু প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img