বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

বিশ্বব্যাংক যা বলছে আমাদের শুনতে হবে কারণ তারা আমাদের টাকা দেয় : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, সবেমাত্র বাজেট দিয়েছি। বাজেট পেশ করার পর নানা মহল থেকে নানা প্রতিক্রিয়া আসছে। বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশ ভালো আছে। বিশ্বব্যাংক যা বলছে আমাদের শুনতে হবে কারণ তারা আমাদের টাকা দেয়।

আজ বৃহস্পতিবার (২০ জুন) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে ‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি: প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, শেখ হাসিনা সরকার জনবান্ধব সরকার। অনেকেই বলে, সরকার শিগগিরই পড়ে যাবে, কই সরকার তো পড়ে না। সরকার দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া মানে কী? দেউলিয়া তো হলো না। বিশ্বব্যাংক কিছু বোঝে না, আপনি সব কিছু বোঝেন? বাজেট দিলাম, এটা দেখেন ও বোঝার চেষ্টা করেন।

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এ বাজেট জনবান্ধব। কোনো কিছু থাকলে পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে। বাজেট এখনো পাস হয়নি, এটা প্রস্তাবিত বাজেট।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img