বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

মেহেরপুর সীমান্তে ভারতীয় বিএসএফের মারধরে বাংলাদেশি কৃষক অজ্ঞান!

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে নিজ জমিতে কাজ করার সময় আলমগীর হোসেন নামে এক কৃষককে বেদম প্রহর করেছে ভারতীয় বাহিনী বিএসএফ।

বুধবার (১২ জুন) সকালে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্তের ১৪৬ ও ১৪৭ পিলারের মাঝে এ ঘটনা ঘটে। আহত কৃষক আলমগীর হোসেন গাংনী উপজেলার কাজীপুর গ্রামের বাসিন্দা।

জানা যায়, আলমগীর নিজ জমিতে ঘাস কাটছিল। হঠাৎ বিএসএফ সেনারা এসে লাঠি দিয়ে তাকে মারতে শুরু করে। তাদের লাঠির আঘাতে এক পর্যায়ে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে বিএসএফ চলে গেলে মাঠের অন্য কৃষকরা তাকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসে।

৪৭-বিজিবি কুষ্টিয়া সেক্টরের অধিনায়ক লে. কর্নেল মোর্শেদ জানান, গাংনী উপজেলার কাজিপুর সীমান্তবর্তী মাঠে নিজ জমির মরিচ ক্ষেতে ঘাস কাটার পর কৃষক আলমগীর জমির আইলে বসেছিলেন। এ সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে লাঠিপেটা করে নির্যাতন করে। এ ঘটনায় বিএসএফকে নির্যাতনের প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে।

কাজিপুর ইউনিয়ন পরিষদের সীমান্তবর্তী ওই ওয়ার্ডের মেম্বার আজগর আলী জানান, কৃষক আলমগীর হোসেন বিএসএফের নির্যাতনে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে মারাত্মক ক্ষত রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img