ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সাথে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র কাতার। সম্প্রতি আফগান ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গণী বারাদারের সাথে একটি বৈঠকে কাতারের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মদ বিন আব্দুল আজিজ আল খালিফি এ কথা জানান।
বৈঠকে তিনি আফগানিস্তানের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধির প্রতি কাতারের আগ্রহের কথা জানান। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আফগানিস্তান থেকে সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে তাদের দেশ আন্তর্জাতিক বিমানসংস্থাগুলোর সাথে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন। পরিকল্পনা ও চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া এক সম্মেলনে ইমারাতে ইসলামিয়ার সরকার প্রতিনিধিদের অংশগ্রহণের আহবান জানান।
মোল্লা আব্দুল গণী বারাদার এসময় সকল দেশ ও জাতির সাথে সহযোগিতা মূলক, দ্বিপক্ষীয় রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক স্থাপনে ইমারাত সরকার ব্যাপক আগ্রহের কথা জানান। আফগান ইস্যুতে তালেবান সরকারের প্রতিনিধিদের বাদ দিয়ে আয়োজিত আন্তর্জাতিক বৈঠকগুলোর সমালোচনা করেন।
তিনি বলেন, ইমারাত সরকারকে ছাড়া আয়োজিত এসব বৈঠক আমরা অকার্যকর ও অনর্থক বলে মনে করি।
এছাড়া কাতার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বাধীন দলটি আফগান প্রতিরক্ষামন্ত্রী মাওলানা ইয়াকুব মুজাহিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। আফগানিস্তানের সাথে কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। আফগান জনগণের উদ্দেশ্যে বিভিন্ন খাতে সহযোগিতা আরো বাড়ানোর প্রতিশ্রুতি দেন।