নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থাকার আহ্বানে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।
শুক্রবার সকালে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে পৃথক পৃথকভাবে বিভিন্ন স্থানে এসব মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। এরমধ্যে উত্তরে মিরপুর, পল্লবী ও ফার্মগেটে এবং দক্ষিণে পল্টন, শনির আখড়া, বংশাল ডেমরাসহ বিভিন্ন স্থানে মিছিল অনুষ্ঠিত হয়।
সকালে মিরপুরে ঢাকা মহানগর উত্তর উদ্যোগে মিছিল করেছেন নেতাকর্মীরা । তাদের বিক্ষোভ মিছিলটি ষাটফিট পাকা মসজিদ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বারেক মোল্লার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
পল্লবীতে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উত্তরের সহকারি সেক্রেটারি জেনারেল নাজিমুদ্দিন মোল্লা।
ফার্মগেটে মিছিল করেছেন নেতাকর্মীরা। উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিকের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন উত্তরের প্রচার মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকারসহ প্রমুখ।
এদিকে সকালে পল্টনে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে মিছিলটি পল্টন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য শাহীন আহমদ খান, আহসান হাবিব, এডভোকেট শাহ মাহফুজুল হক চৌধুরী, আবু আম্মার, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বংশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর বংশাল চৌরাস্তা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাবুবাজার ব্রিজের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামরুল আহসান হাসান, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মুজিবুর রহমান, আব্দুল বারী,ছাত্রশিবিরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারী সাফওয়ান, ইমদাদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর শনির আখড়া থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সহকারী ড. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য এম এ রহিম, মোহাম্মদ মহিউদ্দিন, সাদেক বিল্লাহ, আতিকুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
ডেমরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খান এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর ডেমরা মহাসড়ক থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মোহাম্মদ শাহজাহান খান, মাওলানা আমিরুল ইসলাম, এম বি হাসান, মাওলানা খাদেমুল ইসলাম, আবু জয়নব, আবু মিদহাত, আব্দুর রহিম, মোজাফফর হোসেন, আবুল বাশার, বায়জিদ হাসান, দেলোয়ার হোসাইন, আবু- সায়েম, জসিম উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
খিলগাঁও এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা। কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মু. শামছুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি রাজধানীর খিলগাঁও থেকে শুরু হয়ে সবুজবাগের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য আব্দুল্লাহ আল আমিন, আবু নাবিল, আব্দুর রহমান সাজু, বনি ইয়ামিন, আবু মাহি, আসিফ আদনান, মোহাম্মদ ইসাহাক, মাওলানা মাহমুদুল হাসান, এডভোকেট রিয়াজ উদ্দিন, এম আর জামান, সাজেদুর রহমান শিবলী, আবু মুয়াজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।