বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

‘গাজ্জায় গণহত্যা না থামালে ইসরাইলের প্রতিটি জাহাজে আক্রমণ করা হবে’

সম্প্রতি গাজ্জা উপত্যকায় তেল আবিবের আগ্রাসনের জবাবে লোহিত সাগর থেকে একটি ইসরাইলি জাহাজ জব্দ করেছে ইয়েমেনের শিয়া সশস্ত্র সংগঠন হুথিরা। আর এর মাধ্যমে এ অঞ্চলে প্রতিশোধমূলক নৌ অভিযানের ‘সবেমাত্র শুরু’ হল বলে ইঙ্গিত দিয়েছেন আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল আসাদ।

আল-আরাবি আল জাদিদ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য তিনি।

রবিবার (১৯ নভেম্বর) ইয়েমেনি বাহিনীর দ্বারা ইসরাইলি জাহাজ জব্দ করার প্রসঙ্গে তিনি বলেন, এর মাধ্যমে নৌ অভিযান সবেমাত্র শুরু হল। পরবর্তীতে শুধুমাত্র ইসরাইলের নৌ ও যুদ্ধ জাহাজ নয় বরং বাণিজ্যিক জাহাজও আক্রমণ করা হবে।

প্রসঙ্গত, গত রবিবার ইসরাইলের ‘গ্যালাক্সি লিডার’ নামে একটি জাহাজ ও কয়েক ডজন কর্মীকে আটক করার পরপরই এমন মন্তব্য এসেছে হুথিদের পক্ষ থেকে।

আল আসাদ আরও বলেন, আমাদের নৌবাহিনীর প্রতিটি ইউনিট উচ্চ সতর্কতার সাথে সমুদ্রের উপর নজরদারি করছে। গাজ্জা উপত্যকায় গণহত্যা না থামানো পর্যন্ত এই অঞ্চলে প্রবেশের সাথে সাথে ইসরাইলের প্রতিটি জাহাজে আক্রমণ করা হবে।

তিনি বলেন, ‘অপারেশন আল আকসা ফ্লাডে’ যুক্ত হয়ে এ যুদ্ধে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছে স্বেচ্ছাসেবীরা। তাদের প্রশিক্ষণের উদ্দেশ্যে ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে ক্যাম্প স্থাপন করা হচ্ছে।

তিনি আরও বলেন, গাজ্জাবাসীকে রক্ষার উদ্দেশ্যে নিবেদিত একটি ইয়ামেনি সেনাবাহিনী গড়ে তুলতে প্রস্তুত আমরা। ফিলিস্তিনের সাথে সীমান্ত রয়েছে এমন দেশগুলো আমাদের সেখানে প্রবেশের অনুমতি দিলে এসব হাজার হাজার লোক সেখানে ভিড় করবে।

সূত্র: প্রেস টিভি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img