শনিবার, মে ১৭, ২০২৫

ব্রিকস নেতাদের সঙ্গে ফিলিস্তিন নিয়ে আলোচনা করবেন পুতিন

spot_imgspot_img

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ব্রিকস ব্লকের নেতাদের সঙ্গে ফিলিস্তিন-ইসরাইল সংঘাত নিয়ে আলোচনা করবেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করবেন পুতিন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিশ্বের ব্রিকসের কণ্ঠস্বর শোনা প্রয়োজন।

গত ১৬ অক্টোবর নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজায় যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব উত্থাপন করেছিল পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া। তবে অপর দুই স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আপত্তির কারণে সেই প্রস্তাব পাস হতে পারেনি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জাতিসংঘের যুদ্ধবিরতির রেজল্যুশনে ভেটো দেওয়ায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন। তিনি বলেন, এখন সংঘাত বাড়তে পারে। অবিলম্বে শত্রুতা বন্ধ করার জন্য সব পক্ষকে আহ্বান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এগিয়ে যাওয়ার সর্বোত্তম উপায়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img