রবিবার, মে ১৮, ২০২৫

গাজ্জার সর্বশেষ আপডেট

spot_imgspot_img

গত শনিবার, গাজ্জার খান ইউনিসে অন্তত ৭০ জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। সর্বশেষ শহীদের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে ৫ হাজার ৫০০ জন শিশু ও ৩ হাজার ৫০০ জন নারী। সেই সঙ্গে গুরুতর আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি।

আল-শিফা হাসপাতালের নিচে হামাসের একটি টানেল পাওয়া গেছে বলে যে দাবি করা হয়েছে ইসরাইলের পক্ষ থেকে তা ‘বিশুদ্ধ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক মুনির এল বুরশ। এর আগে আল শিফা হাসপাতালের নিচে ৫৫ মিটার দীর্ঘ ও ১০ মিটার গভীর টানেল পাওয়া গেছে বলে দাবি জানিয়েছিল ইসরাইলের সামরিক বাহিনী।

আল-শিফা হাসপাতালে জন্ম নেওয়া ৩১ জন নবজাতক শিশুকে চিকিৎসার উদ্দেশ্যে আজ মিশরে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক মোহাম্মদ জাকুত

লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের দ্বারা আটককৃত জাহাজ ও তার কর্মীদের মুক্তির দাবি জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে এটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।ইসরাইলের পক্ষ থেকে এটিকে, ইরানের সন্ত্রাসবাদী কাজ বলে আখ্যা দেওয়া হয়েছে।

গাজ্জা উপত্যকায় যুদ্ধ বিরতির বিষয় বৈঠকের উদ্দেশ্যে আগামীকাল রাশিয়া ও যুক্তরাজ্য সফরে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আল ছানী

“গাজ্জা উপত্যকায় ইসরাইলি হামলায় বেসামরিক নাগরিকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে” ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ

spot_img
spot_img
spot_img