বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্কবার্তা জারি করে বলেছে, গাজ্জার আশ-শিফা হাসপাতাল এখন ডেথ জোন বা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সেখানকার সামগ্রিক পরিস্থিতি খুবই ভয়াবহ।
আজ (রোববার) সকালের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রিপোর্ট প্রকাশ করেছে। এর আগে গতকাল সংস্থাটি আসিফা হাসপাতালে খুবই সংক্ষিপ্ত এবং ঝুঁকিপূর্ণ একটি মিশন পরিচালনা করে।
ইসরাইলের দখলদার সামরিক বাহিনীর বর্বর হামলা এবং ঘেরাও করে রাখার কারণে হাসপাতালটির সমস্ত চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং জ্বালানি ও অন্যান্য রসদ সরবরাহের অভাবে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম এরইমধ্যে বন্ধ রাখা হয়েছে।
হাসপাতালটিতে প্রায় দেড় হাজার অসুস্থ ও আহত রোগী রয়েছে। এছাড়া সাত হাজারের বেশি উদ্বাস্তু আশ্রয় নিয়েছেন হাসপাতালটিতে।
ইহুদিবাদী সেনারা গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দেয়ার জন্য গতকাল ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের স্বাস্থ্যমন্ত্রী মাই আলকায়লা কঠোর ভাষায় ইসরাইলের নিন্দা জানিয়েছেন।
আশ-শিফা হাসপাতাল হচ্ছে গাজ্জার সবচেয়ে বড় হাসপাতাল। চলমান যুদ্ধ শুরুর পর থেকে ইহুদিবাদী ইসরাইল অভিযোগ করে আসছে- এই হাসপাতালের নিচে হামাস যোদ্ধাদের কমান্ড সেন্টার রয়েছে। কয়েক দফা হাসপাতালটি খালি করা নির্দেশ দিলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা করেনি। হাসপাতালটি বোমা মেরে উড়িয়ে দেয়ার পরিকল্পনা করছে ইসরাইল।
পার্সটুডে