রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

অবরোধের সমর্থনে রাজধানীতে জামায়াতের মিছিল

টানা ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত। সোমবার ঢাকায় বিভিন্ন স্পটে পৃথক পৃথকভাবে এই মিছিল করেন দলটির নেতাকর্মীরা।

সকালে ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে মিরপুরে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। তাদের মিছিলটি মিরপুর-২ মসজিদ কমপ্লেক্স থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চিড়িয়াখানা রোডে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য মো. নকীব, রিমন তমাল, জামাল উদ্দিন, ছাত্রনেতা ইমরান, আসাদ, ফাহাদ প্রমুখ।

সমাবেশে ঢাকা মহানগর উত্তরের সহকারি সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান বলেন, সরকারের অবৈধ ক্ষমতালিপ্সা ও একগুয়েমী দেশকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। তারা বিরোধী দল বাদ দিয়ে নীলনকশার নির্বাচনের মাধ্যমে দেশকে বাকশালী রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু জনগণ তাদেরকে সে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না। আর একতরফা তফসিল ঘোষণা থেকে বিরত থাকতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় সৃষ্ট পরিস্থিতির দায় কমিশনকেই নিতে হবে।

ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারী জেনারেল ডা. মো. ফখরুদ্দিন মানিকের নেতৃত্বে সকালে মিরপুর ১৩’ তে বিক্ষোভ করেছে জামায়াতের কর্মীরা। সকালে ফার্মগেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা।

এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। এছাড়া উত্তরা, মিরপুর ১১-তে রামপুরা এবং মোহাম্মদপুরে অবরোধ সমর্থনে মিছিল করেছেন নেতাকর্মীরা।

এদিকে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক (রায়েরবাগ বাস স্ট্যান্ড) অবরোধ সমর্থনে মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামাল হোসাইন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে মুহাম্মদ কামাল হোসাইন বলেন, সরকার জনমতকে তোয়াক্কা না করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে চায়। বিরোধী দলকে জেলে রেখে নির্যাতন করে নির্বাচনের তফসিল ঘোষণা একদলীয় সরকার প্রতিষ্ঠার ষড়যন্ত্র মাত্র। নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ দাসে পরিণত হয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাই তারা তড়িঘড়ি করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে ব্যস্ত হয়ে পড়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই গণবিরোধী ষড়যন্ত্রমূলক তফসিল প্রতিহত করা হবে। তাই সময় থাকতে এখনই এ তফসিল বন্ধ করুন। অন্যথায় নির্বাচন কমিশন ও সরকারকে এজন্য চরম মূল্য দিতে হবে।

রাজধানীর মতিঝিল এলাকায় সড়ক অবরোধ করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. মু. আবদুল মান্নান।

রামপুরা ডেমরা সড়ক অবরোধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আবদুস সালাম এতে নেতৃত্বে দেন।

এছাড়া শ্যামপুর, হাজারীবাগ এবং সদরঘাটে সড়ক অবরোধ করে মিছিল করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নেতাকর্মীরা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img