বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০২৪

ভূমিকম্পে আফগানিস্তানের পাশে দাঁড়ালো তুরস্ক; নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৪৫

গত শনিবার ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে দেশটির পাশে দাঁড়িয়েছে তুরস্ক।

আজ সোমবার (৯ অক্টোবর) কাবুলের তুর্কিয়ে চার্জ ডি অ্যাফেয়ার্স জাং ওনাল ও হেরাতের তুর্কিয়ে কনসাল জেনারেল সিনান ইলখান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। এসময় তারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেছে।

এছাড়াও খুব শীঘ্রই আরো ২ হাজার প্যাকেজ প্রাণ সামগ্রী বিতরণের প্রতিশ্রুতি দিয়েছে কাবুলের তুর্কিয়ে দূতাবাস।

এদিকে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। আফগান পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকির সাথে এক ফোনালাপে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি।

ফোনালাপে ভূমিকম্পের ক্ষতিগ্রস্থদের প্রতি সহানুভূতি ও সাহায্য প্রকাশের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মাওলানা মুত্তাকি। এছাড়াও ভূমিকম্পে ক্ষয়-ক্ষতির পরিমান ও ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন এ দুই নেতা।

অন্যদিকে, আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র মাওলানা জনান সায়েক জানিয়েছেন, ভূমিকম্পে ২ হাজার ৪৪৫ জন প্রাণ হারিয়েছে।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img