বুধবার, মে ২১, ২০২৫

‘আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না চীন’

spot_imgspot_img

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না চীন বলে জানিয়েছেন আফগানিস্তানে নিযুক্ত চীনের বিশেষ দূত ইউ জিয়াওয়ং।

রাশিয়ার স্পুটনিক নিউজ এজেন্সির কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আফগানিস্তানের জাতীয় অবস্থার ভিত্তিতে একটি স্বাধীন অভ্যন্তরীণ নীতি গ্রহণ করার অনুমতি দেওয়া উচিত।

তিনি আরো বলেন, “আমি বিশ্বাস করি, আফগানিস্তানের সমস্যা সমাধানের মূল চাবিকাঠি হলো গঠনমূলক আন্তর্জাতিক সহযোগিতা ও এটিকে অন্য কোন দেশের হস্তক্ষেপ ছাড়া একটি পূর্ণাঙ্গ স্বাধীন দেশে রূপান্তর করা। আর এটিই মূল বিষয়।”

আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্দেশ্য করে জিয়াওয়ং বলেন, তাদের উচিত কাবুলের সাথে নিরপেক্ষ ও সম্মানজনকভাবে সম্পর্কে তৈরি করা।

এছাড়াও তিনি আফগান সরকারের সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের শাসন সম্পর্কিত অভিজ্ঞতা বিনিময়ের কথা বলেন। পাশাপাশি আফগানিস্তানকে তার জাতীয় অবস্থার উপর ভিত্তি করে আধুনিকীকরণের জন্য পরামর্শ দেন।

সাক্ষাৎকারে তিনি আফগানিস্তানে চীনের অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের বিষয়ে কথা বলেছেন। তিনি ঐতিহাসিক সিল্ক রোডের কার্যক্রম পুনরায় শুরু করার অংশ হিসেবে বাদাখশান প্রদেশের ওয়াখান করিডোর সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য; ওয়াখান করিডোরটি চীনের শিনজিয়াং প্রদেশকে আফগানিস্তানের সাথে সংযুক্ত করেছে।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img