গত শুক্রবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি মসজিদে মুসল্লিদের লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনার নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
একটি বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা গভীর শোকের সাথে এ হামলার ঘটনা জানতে পেরেছে, যেখানে ৫০ জনেরও বেশি মানুষ নিহত ও ১০০ জনেরও বেশি আহত হয়েছেন।
মন্ত্রণালয় থেকে আর বলা হয়েছে, পাকিস্তানি সরকার ও জনগণের বেদনা ভাগ করে নেওয়ার পাশাপাশি এ হামলার তীব্র নিন্দা জানায় তুরস্ক।
বিবৃতিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ও সন্ত্রাস বিরোধী অভিযানে সমর্থনের আশ্বাস প্রদান করা হয়েছে।
উল্লেখ্য; গত শুক্রবার মিলাদ উন নবী অনুষ্ঠান উদযাপনের জন্য পাকিস্তানের মসজিদ থেকে প্রায় ৫০০ লোকের একটি শোভাযাত্রা বের হলে এ হামলার ঘটনা ঘটে।
এখনো পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে হামলার সাথে তেহরিক ই তালেবান পাকিস্তান (টিটিপি) জড়িত রয়েছে বলে ধারণা করা হলেও এ হামলার দায় অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি।
সূত্র: ডেইলি সাবাহ