শুক্রবার, মে ১৬, ২০২৫

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু

spot_imgspot_img

সারাদেশে সবশেষ ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এসময়ের মধ্যে মোট ৩ হাজার ১২৩ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। যা চলতি বছরে আক্রান্তের হিসেবে সর্বোচ্চ। একইদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আরও জানানো হয়, মারা যাওয়া ১৫ জনের মধ্যে রাজধানী ঢাকার ৫ জন, ১০ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪৩ জনে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সবশেষ হাসপাতালে ভর্তি হওয়া ৩ হাজার ১২৩ জনের মধ্যে ঢাকায় ৭৭৪ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ৩৪৯ জন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৩ হাজার ৮৮১ জনে।

বর্তমানে মোট ১০ হাজার ১৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৫৮১ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৬ হাজার ৫৭৫ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন মোট ১ লাখ ৮২ হাজার ৭৮২ জন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img