বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

ডিম আমদানির অনুমতি দিল সরকার

ডিমের বাজার স্থিতিশীল করতে ভারতসহ বিভিন্ন দেশ থেকে চার প্রতিষ্ঠানকে চার কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে সরকার। বেধে দেয়া দামে ডিম বিক্রি হচ্ছে না বলেই এ সিদ্ধান্ত বলে জানালেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বাণিজ্য সচিব বলেন, চার প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে প্রতিটি প্রতিষ্ঠানকে এক কোটি করে ডিম আমাদানির অনুমোদন দেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। আমদানি করা ডিম খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত দাম প্রতি পিস ১২ টাকায় বিক্রি হবে।

যে প্রতিষ্ঠানগুলোকে অনুমোদন দেওয়া হয়েছে: মেসার্স মীম এন্টারপ্রাইজ, প্রাইম এনার্জি ইম্পোর্টার্স এনবড সাপ্লাইয়ার্স, টাইগার ট্রেডিং এবং অর্নব ট্রেডিং লিমিটেড।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img