শনিবার, মে ১৭, ২০২৫

একে অপরকে রাইফেল উপহার দিলেন পুতিন ও কিম জং উন

spot_imgspot_img

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একে অপরকে রাইফেল উপহার দিয়েছেন।

রুশ ফার ইস্টের ভস্টোচনি কসমোড্রোমে কিম ও পুতিনের সাক্ষাত হয়। বৃহস্পতিবার এই সাক্ষাতের কথা প্রকাশ করা হয়। দুই নেতা এ সময় একে অপরের সাথে ৪০ সেকেন্ড ধরে হ্যান্ডশেক করেন।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বৃহস্পতিবার বলেন, কিমকে পুতিন রাশিয়ার তৈরী একটি উচ্চমানের রাইফেল এবং ‘মহাকাশে অনেকবার থাকা’ একটি স্পেসস্যুটের একটি গ্লাভ উপহার দেন।

বিনিময়ে পুতিনকে কিম উত্তর কোরিয়ার তৈরী একটি রাইফেল এবং অন্যান্য উপহার দেন।

এছাড়া উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সফরের কিমের আমন্ত্রণও পুতিন ‘কৃতজ্ঞতার সাথে’ গ্রহণ করেছেন বলে মস্কো নিশ্চিত করেছে।

সূত্র : আল জাজিরা

সর্বশেষ

spot_img
spot_img
spot_img