মঙ্গলবার, মে ২০, ২০২৫

নিরাপত্তা সংলাপে অংশ নিতে ঢাকায় মার্কিন কর্মকর্তা মিরা রেজনিক

spot_imgspot_img

আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-সামরিক বিভাগের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেজনিক ঢাকায় পৌঁছেছেন।

আমেরিকা-বাংলাদেশ দ্বিপক্ষীয় নিরাপত্তা সংলাপে অংশ নিতে তিনি ঢাকা সফরে এসেছেন। এক টুইট বার্তায় এমন তথ্য দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

মিরা রেজনিককে বাংলাদেশে স্বাগত জানিয়ে দূতাবাসের পক্ষ থেকে আজ সোমবার সকালে এই পোস্ট করা হয়।

মার্কিন দূতাবাসের পোস্টে আরও বলা হয়, মিরা রেজনিককে স্বাগতম। ইন্দো-প্যাসিফিক অঞ্চলকে মুক্ত, অবারিত ও শান্তিপূর্ণ রাখার বিষয়ে আমেরিকা ও বাংলাদেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। মিরা রেজনিকের নেতৃত্বে আমেরিকার প্রতিনিধিদল আঞ্চলিক উন্নয়ন, মানবাধিকার, নিরাপত্তা সহায়তা ও সন্ত্রাসবাদ দমন নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করবে।

আমেরিকার সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা সংলাপ মঙ্গলবার আমেরিকার সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা সংলাপ মঙ্গলবার
এর আগে গতকাল রোববার ঢাকায় মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশ ও আমেরিকার মধ্যে বার্ষিক নিরাপত্তা সংলাপ মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত হবে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ের কর্মকর্তারা এ সংলাপে নেতৃত্ব দেবেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img