বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

ইসলামী সম্মেলন সংস্থার সভাপতি হলেন মুফতী খলিলুর রহমান কাসেমী

ইসলামী ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি হলেন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতী খলিলুর রহমান কাসেমী।

শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামের জামিয়া মাদানিয়া শুলকবহর মাদরাসায় ইসলামী সম্মেলন সংস্থার প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতী খলিলুর রহমান কাসেমী, জামিয়া পটিয়ার মুহতামিম ও মুফতী ওবায়দুল্লাহ হামযাহ, মারকাজুল ফিকরিল ইসলামী বসুন্ধরার মহাপরিচালক ও সংস্থার সেক্রেটারি মুফতী আরশাদ রহমানী, পটিয়া মাদরাসার সদরে মুহতামিম মুফতী আমিনুল হক, হাটহাজারী মাদরাসার নায়েবে মুহতামিম মুফতী শোয়াইব জমিরি, মুঈনে মুহতামিম মুফতী জসিম উদ্দিন, পটিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আবু তাহের নদবীসহ সংস্থার বিভিন্ন দায়িত্বশীলগণ।

উল্লেখ্য; আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মাদ ইয়াহইয়া রহ.-কে ২০২২ সালের ৯ অক্টোবর সভাপতি করে “ইসলামী সম্মেলন সংস্থা”-্এর নতুন কমিটি ঘোষণা করা হয়। এরপর গত ২ জুন রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া রহ. ইন্তেকাল করলে সভাপতির পদটি শূন্য হয়। এরপর গতকালের বৈঠকে সভাপতির দায়িত্ব দেওয়া হয় হাটহাজারী মাদরাসার বর্তমান মুহতামিম মুফতী খলিলুর রহমান কাসেমীকে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img