বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪

‘মাওলানা সাঈদী রাজাকার ছিলেন না, আমার ভাইকেও খুন করেনি’

বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমীর ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজায় উপস্থিত হয়ে অঝোরে কেঁদেছেন ‘যুদ্ধাপরাধের মামলায়’ বহুল আলোচিত সাক্ষী সুখরঞ্জন বালি। এসময় তিনি বলেন, মাওলানা সাঈদী রাজাকার ছিলেন না এবং আমার বড় ভাই বিশা বালিকে হত্যাও করেননি।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে সাঈদী ফাউন্ডেশনের (পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন) ভবনে তাকে দেখা যায়। সুখরঞ্জন বালি পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট বন্দরের কাছে উমেদপুর গ্রামের বাসিন্দা বিশারঞ্জন বালি হত্যা মামলার স্বাক্ষী এবং তার ছোট ভাই।

সুখরঞ্জন বলেন, আল্লামা সাঈদীর বিরুদ্ধে আমার বাড়ির পাশের মাহাবুবুর রহমানকে আমার ভাই হত্যা মামলার বাদি করা হয়। আমাকে বাদি না করে ভাই হত্যা মামলার স্বাক্ষী করা হয়। হত্যাকারীরা আমার বাড়িতে আসার সংবাদ পেয়ে আমি আমার মাকে নিয়ে ঘরের পাশের পায়খানার মধ্যে পালিয়ে ছিলাম। যারা আমার বাড়িতে এসে লুটপাট ও আমার ভাইকে হত্যা করেছে তাদের মধ্যে মাওলানা সাঈদী ছিলেন না। আমার বয়স তখন ২১ কিংবা ২২ বছর।

তিনি বলেন, আমি স্বাক্ষী না দেয়ায় রহস্যজনক কারণে হাইকোর্ট চত্বর থেকে আমাকে অপহরণ করে গুম করে পাশের দেশে পাঠানো হয়। আমি ওই দেশে জেল খেটে বাড়ি এসেছি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img