বৃহস্পতিবার, মে ২২, ২০২৫

আজ পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়ার আবেদন করা হবে : শাহবাজ শরিফ

spot_imgspot_img

আজ বুধবার (৯ আগস্ট) পাকিস্তানের জাতীয় পরিষদ (ন্যাশনাল অ্যাসেম্বলি) ভেঙে দেওয়ার জন্য প্রেসিডেন্ট আরিফ আলভির কাছে আনুষ্ঠানিক আবেদন করবেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

মঙ্গলবার (৮ আগস্ট) তিনি নিজেই এ কথা জানিয়েছেন। শাহবাজ শরিফ বলেন, ৯ আগস্ট আমাদের সরকারের মেয়াদ শেষ হবে। আমি প্রেসিডেন্টের কাছে জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার আবেদন করব। এরপর একটি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবে।

এর আগে শাহবাজ শরিফ জানিয়েছেন, নির্ধারিত সময়ের তিন দিন আগেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হবে। এরপর সংবিধানিক বাধ্যবাধকতা মেনে পরবর্তী ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র: ডন

সর্বশেষ

spot_img
spot_img
spot_img