সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে আরও ৭২ জন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪১ এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১ জন। তবে এ সময়ে কেউ মারা যাননি।

শুক্রবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে জানানো হয়, সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ২৮৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ৯৭৮ জন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ৭৯ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৮৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৬৪২ জন। এর মধ্যে ঢাকায় ৫ হাজার ৫১০১ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৫৪১ জন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img