মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

মধ্যরাতে শেষ হচ্ছে বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের প্রচারণা

আর মাত্র একদিন পরেই ১২ জুন বরিশাল ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনী প্রচারণার শেষ আজ।

শনিবার (১০ জুন) নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী দিবাগত রাত ১২টা পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।

আজ শেষ দিন ভোর থেকেই নির্বাচনের মাঠ প্রার্থীদের প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। রাত ১২ টার পর থেকে কোনো ধরনের মিছিল বা প্রচার চালালে কিংবা আচরণবিধি লঙ্ঘন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।

এই দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, সিটি নির্বাচন ঘিরে সাড়ে চার হাজার আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। এছাড়া দশ প্লাটুন বিজিবি আজ রাতে নগরীতে প্রবেশ করবে বলেও জানান তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img