রবিবার, মে ১৮, ২০২৫

নির্বাচন কমিশনের নিয়ম মেনেই জাতীয় নির্বাচন হবে: মায়া

spot_imgspot_img

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, নির্বাচন কমিশনের নিয়ম মেনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। এখন থেকেই নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে।

মঙ্গলবার (৩০ মে) চাঁদপুরে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আগামী চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে অবশিষ্ট যেসব এলাকায় উন্নয়ন হয়নি, সেসব এলাকায় উন্নয়নমূলক কাজ করা হবে। সেই সঙ্গে নির্বাচনে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মফিজুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ নেতা সাজেদ হোসেন চৌধুরী দিপু, উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ কুদ্দুস। এ ছাড়া বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াসুর রহমান প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img