শুক্রবার, মে ১৬, ২০২৫

দুই ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

spot_imgspot_img

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের জন্য দুই ঘণ্টা ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানচলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৮ মে) বিষয়টি জানান চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা।

তিনি বলেন, আগামী শনিবার (২০ মে) সীতাকুণ্ড উপজেলার আরআর টেক্সটাইল মিলস এলাকায় নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিম স্থাপন করা হবে। এজন্য ওই ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত নিরাপত্তাজনিত কারণে সড়কটিতে যান চলাচল বন্ধ থাকবে।

এর আগে, গত ১১ মে নির্মাণাধীন ফুটওভার ব্রিজের ডেকবিমটি বসানোর কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে সেসময় বিমটি বসানো সম্ভব হয়নি।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img