রবিবার, মে ১৮, ২০২৫

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০

spot_imgspot_img

ইউক্রেনজুড়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২০ জন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুসারে, পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের কোস্তিয়ানতিনিভকা শহরে রুশ ক্ষেপণাস্ত্র একটি আশ্রয়কেন্দ্রে আঘাত হানলে অন্তত ৫ জন নিহত হয়।

উত্তর-পূর্বাঞ্চলের প্রশাসন জানায়, বৃহস্পতিবার রাতে রাশিয়ার রকেট, আর্টিলারি এবং বিমান হামলায় সুমি অঞ্চলের একটি শহরে দুজন বেসামরিক লোক নিহত এবং নয়জন আহত হয়।

এদিকে, দক্ষিণ খেরসনে রাশিয়ার গোলায় শহরে একজন নিহত হয়েছে। আরও একজন নিহত হয়েছে বিলোজারকাতে। এই শহরে রুশ হামলায় আহত হয়েছে ৪ জন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img