শুক্রবার, মে ১৬, ২০২৫

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে বেশ কয়েকজন দায়েস সদস্য নিহত

spot_imgspot_img

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজারি শরীফে দায়েশের আস্তানায় হামলা চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এতে বেশ কয়েকজন দায়েশ সদস্য নিহত হয়।

রবিবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ তথ্য জানান আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে বেশ কয়েকজন দায়েশ সদস্য নিহত হয়েছে এবং প্রচুর পরিমাণে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। মাজারি শরীফ শহরের কয়েকটি এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, দায়েশ-বিরোধী অভিযানে তালেবান ফোর্সের একজন সদস্য আহত হয়েছেন।

এদিকে, বালখ প্রদেশের পুলিশের মুখ্যমন্ত্রী মুহাম্মাদ আসিফ ওয়াজির আফগানিস্তানের জানান, অভিযানে দায়েশের তিনটি আস্তানা ধ্বংস হয়েছে। হামলায় নিহতরা সবাই তাজিকিস্তান ও উজবেকিস্তানের নাগরিক।

সূত্র: পার্সটুডে

সর্বশেষ

spot_img
spot_img
spot_img