বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

চীন ও রাশিয়া বর্তমান বিশ্ব ব্যবস্থার জন্য পদ্ধতিগত চ্যালেঞ্জ: ব্রিটেনের প্রধানমন্ত্রী

spot_imgspot_img

ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, চীন নিশ্চিতভাবেই আমাদের অর্থনৈতিক স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে। শুধু তাই নয়, বিশ্ব ব্যবস্থার জন্যও একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে।

সম্প্রতি আমেরিকায় ইউএসএস মিডওয়ে মিউজিয়ামে এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেন তিনি।

ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে আমরা চীনের যে আচরণ দেখেছি তা সত্যিই উদ্বেগজনক। চীন নিজ দেশে অতি কর্তৃত্ববাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে; আর অন্যান্য দেশের বেলায় আরও একগুয়ে ভাব দেখাচ্ছে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী আরও বলেন, চীন ও রাশিয়া বর্তমান বিশ্ব ব্যবস্থার জন্য ‘পদ্ধতিগত চ্যালেঞ্জ’। তবে ‘ব্রিটেন আবারও ঘুরে দাঁড়িয়েছে’ এবং যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত।

ব্রিটেন তার নতুন পররাষ্ট্রনীতিতেও চীনকে ‘নতুন যুগের চ্যালেঞ্জ’ হিসেবে অভিহিত করেছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img