শনিবার, মে ২৪, ২০২৫

তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শি জিনপিংকে পাক-প্রধানমন্ত্রীর অভিনন্দন

spot_imgspot_img

টানা তৃতীয় বারের মতো ৫ বছরের মেয়াদে আবারও বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং। প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হওয়ায় শি জিনপিংকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শুক্রবার (১০ মার্চ) এক টুইটার বার্তায় তিনি এ অভিনন্দন বার্তা প্রদান করেন।

পাক প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের জন্য চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য পাকিস্তান সরকার ও দক্ষিণ এশিয়ার জনগণের পক্ষ হতে শি জিনপিংকে অভিনন্দন জানাই।

এছাড়াও তিনি শি জিনপিংকে চীনের উন্নয়ন ও জনগণের সমৃদ্ধির প্রতীক হিসেবে অভিহিত করেন। পাশাপাশি চীনের জনগণের প্রতি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অসাধারণ নেতৃত্বের প্রশংসা ও করেন।

তিনি বলেন, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে বেইজিং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, উদ্ভাবন ও প্রযুক্তিসহ প্রতিটি ক্ষেত্রেই অসাধারণ সাফল্য অর্জন করছে।

তিনি আরও বলেন, আমি আত্মবিশ্বাসী যে তার বিচক্ষণ নেতৃত্বে পাকিস্তান-চীন সম্পর্ক আরও বিকশিত হবে।

উল্লেখ্য, গতকাল চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২ হাজার ৯৫২ ভোট পেয়ে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন শি জিনপিং। যদিও এ পদের জন্য অন্য কোনও প্রার্থী ছিল না।

সূত্র: পিও

সর্বশেষ

spot_img
spot_img
spot_img