মঙ্গলবার, মে ২০, ২০২৫

ইমরান খানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা স্থগিত করেছে ইসলামাবাদ হাইকোর্ট

spot_imgspot_img

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য সম্প্রচারের ওপর দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা স্থগিত করে দিয়েছে ইসলামাবাদ হাইকোর্ট।

বৃহস্পতিবার (৯ মার্চ) ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি শামস মাহমুদ মির্জা এই আদেশ দেন। একই সাথে মামলাটি পরবর্তী শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে প্রেরণ করেন বিচারক। আগামী ১৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

গত ৫ মার্চ পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) টেলিভিশনে ইমরান খানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন।

পাকিস্তানের সকল স্যাটেলাইট টিভি চ্যানেলে ইমরান খানের বক্তৃতা প্রচারের ওপর এটি তৃতীয় দফায় আরোপিত নিষেধাজ্ঞা ছিলো, যা আদালত কর্তৃক স্থগিত হলো।

গত বছরের সেপ্টেম্বরে ইমরান খানের বক্তব্যের ওপর প্রথম নিষেধাজ্ঞা আরোপ করে পেমরা। ৬ সেপ্টেম্বর ইসলামাবাদ হাইকোর্ট তা বাতিল করে দেয়।

এরপর আবারো নিষেধাজ্ঞা দেওয়া হলেও কয়েক ঘণ্টার মধ্যেই সরকারের পক্ষ থেকে তা আবার প্রত্যাহার করে নেওয়া হয়।

সূত্র : এআরওয়াই নিউজ ও ডেইলি জঙ্গ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img