শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

সুইডেনকে বয়কটের আহ্বান কুয়েতের ৪১ জন সংসদ সদস্যের

সুইডেনের স্ট্রাম কুরস পার্টির উগ্র ইসলামবিদ্বেষী নেতা রাসমুস পালুদান কর্তৃক পবিত্র কুরআনের একটি অনুলিপি পোড়ানোর নিন্দা জানিয়েছেন কুয়েতের ৪১ জন আইনপ্রণেতা।

গত মঙ্গলবার কুয়েতের আল-আনবা সংবাদপত্র এ তথ্য নিশ্চিত করেছে।

আইন প্রণেতারা এক যৌথ বিবৃতিতে যেসব দেশ মুসলমানদের পবিত্রতাকে সম্মান করে না, তাদের বয়কট করার আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে, এই জঘন্য কাজটি করার অনুমতি দেওয়ার জন্য সুইডিশ সরকারের নিন্দাও জানানো হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এই ধরনের কর্মকাণ্ড সারা বিশ্বের মুসলমানদের অনুভূতিকে উস্কে দেয়।

কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ সালেম আবদুল্লাহ আল-জাবের আল-সাবাহ সতর্ক করে বলেছেন, “এই ধরনের কাজ বিশ্বব্যাপী মুসলিমদের অনুভূতিতে আঘাত হানে যা পরবর্তীতে একটি বিপজ্জনক উসকানি তৈরি করবে।”

উল্লেখ্য, গত শনিবার উগ্র ইসলামবিদ্বেষী কর্মী রাসমুস পালুদান সুইডেনের স্টকহোমে তুরস্কের দূতাবাসের সামনে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনের একটি অনুলিপি পুড়িয়ে দেয়। সেই রাত থেকেই গোটা মুসলিম বিশ্বে তীব্র নিন্দার ঝড় উঠেছে।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img