মঙ্গলবার, মে ৭, ২০২৪

দখলকৃত পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণের নিন্দা জানিয়েছে কাতার

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও জেরুজালেমকে “ইহুদিকরণ প্রচেষ্টা”র তীব্র নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত শনিবার (৩১ ডিসেম্বর) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি পরিকল্পনাসমূহ জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘনের পাশাপাশি আন্তর্জাতিক আইন-নীতি অমান্য করে এবং ফিলিস্তিনি জনগণের অধিকারের উপর নির্মমভাবে আক্রমণ চালায়।

বিবৃতিতে আরো বলা হয়, এই ধরনের পদক্ষেপগুলি একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানে পৌঁছানোর প্রচেষ্টাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে।

উল্লেখ্য, ইসরায়েলের সাথে কাতারের আনুষ্ঠানিকভাবে কোন সম্পর্ক নেই। কাতার বরাবরই ইহুদি দখলদারিত্বের বিরুদ্ধে তার অবস্থান নিশ্চিত করে আসছে।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img