তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান জানিয়েছেন, কৃষ্ণ সাগরের শস্য চুক্তির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার কয়েক দিন পূর্বেই এই চুক্তির মেয়াদ ১২০ দিনের জন্য বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট এক টুইট বার্তায় এই ঘোষণা দেন।
টুইট বার্তায় এরদোগান বলেন, তুরস্ক, জাতিসংঘ, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার ফলস্বরূপ কৃষ্ণ সাগর শস্য করিডর চুক্তি ১৯ নভেম্বর ২০২২ থেকে আরো ১২০ দিন পর্যন্ত বাড়ানো হয়েছে।
এসময় চুক্তি বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রাখায় জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানান এরদোগান।
জাতিসংঘের মহাসচিব একটি টুইট বার্তায় বলেন, আমি ইউক্রেন থেকে শস্য ,খাদ্যসামগ্রী ও সার রপ্তানিতে নৌ-পথের নিরাপত্তা সহজতর করা এবং কৃষ্ণ সাগরের শস্য চুক্তি চালমান রাখার জন্য যারা উদ্যোগ নিয়িছে তাদের সকলকে স্বাগত জানাই।
সূত্র : আনাদোলু এজেন্সি