সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতের পর ওমরাহ পালন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এসময় মসজিদে নববিতে পৌঁছালে পাক প্রধানমন্ত্রীকে স্থানীয় কর্মকর্তারা স্বাগত জানান।
আজ বুধবার (২৬ অক্টোবর) সৌদি প্রেস এজেন্সি সূত্রে এই তথ্য জানা যায়।
এক টুইট বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে চমৎকার বৈঠক হয়েছে। বৈঠকে প্রয়োজনীয়তার ভিত্তিতে বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে চলার ব্যাপারে আমরা সম্মত হয়েছি। তাছাড়া পাকিস্তান এবং সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন আরো দৃঢ় করার ব্যাপারেও আলোচনা হয়েছে। আমি তাকে পাকিস্তানে আমন্ত্রণ জানিয়ে বলেছি, পাকিস্তানের জনগণ তার সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।