তিন দিনের সফরে আফ্রিকা যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। তিনি পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালে আয়োজিত আফ্রিকার শান্তি ও নিরাপত্তা সংক্রান্ত একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশ নেবেন।
সোমবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব বলা হয়।
বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আফ্রিকার সার্বভৌমত্ব এবং বৈশ্বিক সংকট নিয়ে তার পূর্ণাঙ্গে মতামত তুলে ধরবেন এবং অনুষ্ঠানের এক পর্যায়ে মন্ত্রীদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
অনুষ্ঠানে তিনি তুরস্ক এবং সেনেগালের উভয় দেশের মধ্যে অংশীদারিত্ব প্রতিষ্ঠার জন্য একটি সমঝোতা দলিলে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে।
সেনেগালের অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ২৬-২৭ অক্টোবর দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ঘানা এবং বেনিন সফরের যাবেন।
সূত্র : আনাদোলু এজেন্সি