রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের নিষেধাজ্ঞা প্রত্যাশা করছে না তুরস্ক।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের একে পার্টির ডেপুটি চেয়ারম্যান নোমান কুর্তুলমাস রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে এ কথা বলেন।
তিনি বলেন, নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার তুরস্ক আশা করে না এবং রাশিয়ার এস -৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে নিষেধাজ্ঞার প্রত্যাশা করে না।
একে পার্টির ডেপুটি চেয়ারম্যান বলেন, মার্কিন প্রেসিডেন্ট সম্ভবত মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ খুবই সতর্কতার সঙ্গে ভারসম্যপূর্ণভাবে দেখবেন এবং তুরস্কের সঙ্গে তিনি চলমান উত্তেজনা রাখতে চাইবেন না। আমি বিশ্বাস করি ভবিষ্যতে তিনি ইতিবাচক পদক্ষেপ নেবেন।