দিনাজপুর-৬ আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক বলেছেন, দিনাজপুর -৬ আসনে আমার নির্বাচনী এলাকার মাদরাসা, এতিমখানা ও মসজিদে অনুদানের প্রয়োজন হলে আমার নিকট আবেদন করবেন। যেখান থেকে পারি আমি সেই অনুদানের ব্যবস্থা করে দেব। কিন্তু ধর্মের নাম দোহাই দিয়ে উসকানিমূলক বক্তব্য দিলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফেরার পথে বিরামপুরে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সকল ইউপি চেয়ারম্যান, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সংসদসদস্য শিবলী সাদিককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার, বিরামপুরে সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মণ্ডল মেজবা প্রমুখ।