রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ইনসাফ আমাদের পরিচয় করিয়ে দিয়েছে সংবাদমাধ্যমের একটি নতুন ধারার সাথে

মহিউদ্দিন কাসেমী | লেখক, অনুবাদক ও অনলাইন এক্টিভিস্ট


ইসলামী ঘরানার প্রথম পূর্ণাঙ্গ অনলাইন পত্রিকা ইনসাফের অর্থযুগ পূর্তি উপলক্ষে ইনসাফ পরিবারের জন্য রইলো আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।

ইনসাফের সাহসী যাত্রা আমাদের পরিচয় করিয়ে দিয়েছে সংবাদমাধ্যমের একটি নতুন ধারার সাথে। বর্তমানের হলুদ সাংবাদিকতা ও কপিবাজির মহড়ায় নিজেদের অনন্যতা প্রমাণ করতে পারা ইনসাফের একটি বড় সফলতা।

একটি পত্রিকা একটি গোষ্ঠির প্রতিনিধিত্ব করবে এমন মানসিকতার বাইরে এসে তরুণ-যুবা ও বিভিন্ন মতধারার মানুষদের মতবিনিময়ের মাধ্যমে পরিণত হতে পারা নিঃসন্দেহে ঈর্ষণীয়। এক্ষেত্রেও ইনসাফের অনন্যতা অনস্বীকার্য।

আমি পত্রিকাটির উত্তরোত্তর অগ্রগতি ও দীর্ঘ অধিষ্ঠান কামনা করি। পত্রিকাটির আগামীর পথচলা হোক আরো দীপ্তিময় ও বর্ণাঢ্য।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img