শনিবার, ডিসেম্বর ২১, ২০২৪

ইনস্টাগ্রামে অশ্লীল ছবিতে পোপের ‘লাইক’ নিয়ে তোলপাড়

স্বল্পবসনা ব্রাজিলিয়ান এক মডেলের অশ্লীল ছবিতে পোপ ফ্রান্সিসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘লাইক’ দেয়া হয়েছে।

ভ্যাটিকান জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখছে তারা। খবর বিবিসি’র।

প্রতিবেদনে বলা হয়, স্কুলের পোশাক পরা মডেল নাতালিয়া গারিবোত্তোর ছবিটিতে কখন পোপের অ্যাকাউন্ট থেকে লাইক দেয়া হয়েছে তা পরিষ্কার নয়।

পোপের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এটা কিভাবে ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভ্যাটিকান সিটি কর্তৃপক্ষ ‘হলি সি’।

ভ্যাটিকানের একজন মুখপাত্র গার্ডিয়ানকে বলেন, “আমরা বলতে পারি, হলি সি থেকে এই ‘লাইক’ আসেনি। বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামের কাছে ব্যাখা চাওয়া হয়েছে।”

পোপের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি আছে ‘ফ্রান্সিসকাস’ নামে, বিশ্বজুড়ে তাতে ফলোয়ার ৭৪ লাখ।

ভ্যাটিকানের প্রেস অফিসের ঘনিষ্ঠ একাধিক সূত্র ক্যাথোলিক নিউজ অ্যাজেন্সিকে (সিএনএ) জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোপের অ্যাকাউন্টগুলো ‘কর্মীদের একটি দল কর্তৃক পরিচালিত হয়’। এ বিষয়ে অভ্যন্তরীণ একটি তদন্ত চলছে।

এদিকে এর প্রতিক্রিয়ায় ওই নারী মডেল লিখেছেন- ‘আমি অন্তত স্বর্গে যাব।’

পোপের লাইক দেয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে সমালোচনা চলছে। টুইটারে একজন লিখেছেন, ‘এই হলো আমার পোপের দয়া।’

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img