রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

ইনসাফের আগামী পথচলা সুগম নির্ঝঞ্ঝাট ও নিষ্কণ্ঠক হোক

লিসানুল হক শাহরুমী | কবি ও সাহিত্যিক


বাংলাদেশের যে কয়টি অনলাইন ইসলামিক মিডিয়া আমার খুব প্রিয়, তন্মধ্যে ইনসাফ অন্যতম৷ দাজ্জালি ফিতনার এই যুগে অধিকাংশ সংবাদপত্র দাজ্জালের প্রতিনিধিত্ব করছে৷ এহেন দুর্যোগকালীন ইসলামের উপর টিকে থেকে ইসলামের পক্ষে এককভাবে মিডিয়াযুদ্ধে টিকে থাকা প্রায় অসম্ভব বললে চলে৷ এহেন দুঃসময়ে কণ্টকাকীর্ণ পথ বেয়ে ইনসাফের সঙ্গে ইনসাফ-এর ছয় বছর পূর্ণ হওয়া সামান্য কথা নয়৷

আজকাল মিডিয়ার উপর আস্থা রাখা অত্যন্ত কঠিন৷ এমতাবস্থায় পাঠকের কাছে সততার সঙ্গে সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের কাজে যারা সদা ব্যস্ত তারা রীতিমতো অসম যুদ্ধের ময়দানে নিরস্ত্র দন্ডায়মান বলা চলে৷ বাংলাদেশের অনলাইন ইসলামী সংবাদপত্র হিসেবে ইনসাফের দায়িত্বশীলরা সেই সততা শতভাগ বজায় রাখার চেষ্টা করেছেন মাশাআল্লাহ৷ এক্ষেত্রে ইনসাফের দায়িত্বশীলদের সাধুবাদ না দিয়ে পারা যায় না৷

লাখো পাঠকের মধ্যে আমিও একজন নগণ্য পাঠক হিসেবে ইনসাফের আগামী পথচলা সুগম নির্ঝঞ্ঝাট ও নিষ্কণ্ঠক হোক এই প্রত্যাশা করছি৷

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img