হাফেজ মিজানুর রহমান | শিক্ষার্থী, জামিআ ইসলামিয়া মদিনাতুল উলুম, লক্ষ্মীপুর
ইনসাফের নিউজ আমি সবসময় পড়ি। ইনসাফের নিউজগুলোতে অন্যরকম একটা বিশেষত্ব রয়েছে। ইনসাফের ইসলামি নিউজগুলো ই আমাকে ইনসাফের সাথে পরিচয় করিয়ে দিয়েছে।
ইনসাফের সংবাদ গুলোর মাঝে সবসময় ন্যায়নিষ্ঠতা ও স্বচ্ছতা খুঁজে পাই। কোনোরকম পক্ষপাতিত্ব না করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে ইনসাফ বুঝিয়ে দিয়েছে তার ‘ইনসাফ’ নামের স্বার্থকতা।
আশাকরি ইনসাফ তাদের এ ধারা অব্যাহত রাখবে। বাতিলের মুকাবিলায় সবসময় ইসলাম ও গণমানুষের আস্থার প্রতীক হয়ে থাকবে।
ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে ইনসাফ পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।