মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

বাইডেনকে শুভেচ্ছা জানালেন পোপ ফ্রান্সিস

আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে টেলিফোনে শুভেচ্ছা জানিয়েছেন শীর্ষ ক্যাথলিক ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে ডেমোক্র্যাটিক দলের ট্রানজিশন টিম এমন তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।

বাইডেন টিম জানিয়েছে, ফোন করে আশীর্বাদ ও শুভেচ্ছা জানানোয় তিনি পোপ ফ্রান্সিসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

১৯৬০ সালে জনএফ কেনেডির পর দ্বিতীয় ক্যাথলিক খ্রিস্টান হিসেবে জো বাইডেন মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাচ্ছেন।

প্রান্তিক দরিদ্র মানুষের সেবা, জলবায়ু পরিবর্তন সংকট মোকাবেলা, অভিবাসী ও শরণার্থীদের আমাদের সমাজে বরণ এবং একীভূতকরণের মতো ইস্যুগুলোতে সবার সমানাধিকার ও মর্যাদার স্বাভাবিক বিশ্বাসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন বাইডেন।

এ ছাড়া প্রয়াত ছেলে বিউ বাইডেনের স্মরণে নিয়মিত প্রার্থনাও করেন বাইডেন। ট্রাম্পের সঙ্গে পোপ ফ্রান্সিসের সম্পর্ক ভালো না। ২০১৯ সালের শুরুর দিকে মেক্সিকো সীমান্তে অভিবাসীদের ফেরাতে ট্রাম্পের দেয়াল নির্মাণের প্রকল্পকে ‘উন্মক্ততা’ আখ্যা দেন পোপ ফ্রান্সিস।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img