ইনসাফ | সোহেল আহম্মেদ
শুধুমাত্র গত অক্টোবর মাসেই নারী ও শিশুসহ ৪৬৬ ফিলিস্তিনীকে ধরে নিয়ে গেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাবাহিনী।
ফিলিস্তিনী মানবাধিকার সংস্থাগুলোর এক যৌথ বিবৃতি এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত অক্টোবর মাসব্যাপী বিভিন্ন অজুহাতে অভিযান চালিয়ে ৬৩ শিশু ও ১৬ জন নারীসহ মোট ৪৬৬ ফিলিস্তিনীকে ধরে নিয়ে গেছে ইসরাইলী সেনাবাহিনী।
বিবৃতিতে আরো বলা হয়েছে, অধিকৃত জেরুসালেম থেকে ২০০ জন, হেবরন (আল-খলিল) থেকে ৭০ জন, রামাল্লা থেকে ৩৪ জন, গাজা থেকে ৫ জন এবং বাকীদেরকে পশ্চিম তীরের বিভিন্ন অংশ থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, ৪০ জন নারী ও ১৭০ জন শিশুসহ ইহুদিবাদী ইসরায়েলের কারাগারে সর্বমোট সারে ৪ হাজার ফিলিস্তিনী আটক রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি