বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

বিএনপির আগুন সন্ত্রাসের দাঁতভাঙা জবাব দেয়া হবে: আওয়ামী লীগ

spot_imgspot_img

ঢাকার বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও যুবলীগ। এছাড়া রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল হয়েছে।

মিছিল সমাবেশে বক্তারা বলেছেন, বিএনপি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নীল নকশার অংশ হিসেবে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে।

তারা বলেন, বিএনপির আগুন সন্ত্রাসের দাঁতভাঙা জবাব দেয়া হবে। জনগণ তাদের নীল নকশা বাস্তবায়ন হতে দেবে না।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ ও মিছিল হয়।

সংগঠনের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

আরও বক্তব্য দেন সংগঠনের নেতা হেদায়েতুল ইসলাম স্বপন, গোলাম আশরাফ তালুকদার, আখতার হোসেন, মিরাজ হোসেন, শরফুদ্দিন আহমেদ সেন্টু, তাহমিনা সুলতানা, সাজেদা বেগম, গিয়াস উদ্দিন সরকার, গোলাম সারোয়ার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপির এ নীল নকশা আমরা বাস্তবায়ন হতে দেব না। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজপথে বিএনপিকে সমুচিত জবাব দেবে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img